আল্লাহর নামে কটূক্তি করায় রাখাল রাহার শাস্তির দাবি ১৫০ আলেমের


 

আল্লাহর নামে কটূক্তির অভিযোগে রাখাল রাহার শাস্তির দাবি ১৫০ আলেমের

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)-এর বিরুদ্ধে আল্লাহর নামে কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ১৫০ আলেম।

ধর্মীয় অনুভূতিতে আঘাত আলেমদের দাবি, রাখাল রাহা সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যদিও তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেছেন, তবে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জাতীয় স্থিতিশীলতায় হুমকি তারা আরও বলেন, "এটি কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয় নয়; বরং সামাজিক বিভাজন উসকে দেওয়ার এবং জাতীয় স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্রের অংশ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।"

বিতর্কিত পরিবর্তনের অভিযোগ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "রাখাল রাহা অতীতেও পাঠ্যপুস্তকে বিতর্কিত পরিবর্তন এনে ইসলামী সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধের অবমাননা করেছেন। নবম-দশম শ্রেণির বাংলা বইতে 'আদিবাসী' শব্দ সংযোজনের বিষয়টি নিয়েও তিনি বিতর্কের জন্ম দেন।"

সরকারের প্রতি আহ্বান আলেম সমাজ সরকারের কাছে দাবি জানিয়েছে, রাখাল রাহাকে দ্রুত এনসিটিবির পাঠ্যবই সংশোধন কমিটি থেকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, ধর্মীয় অনুভূতিকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দেন তারা।

Post a Comment

Previous Post Next Post